ঈদগাহ মাঠের গেট ধ্বসে বৃদ্ধের মৃত্যু

|

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদগাহ মাঠে নামাজ শেষে বের হওয়ার গেট ধ্বসে তসকিন মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ঈদের দিন সোমবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তাসকিন মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে গ্রামের মুসল্লিরা ঈদের জামাত আদায় করেন। নামাজ পড়ে মোনাজাত শেষে মুসল্লিরা মাঠ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাসকিন মণ্ডল ঈদগাহ মাঠের গেট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ করে নির্মাণাধীন গেটের উপরের অংশ ভেঙে পড়ে। এতে মাথায় গুরুত্বর আঘাত পায় তাসকিন মণ্ডল। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে মৃত্যু হয় তাসকিন মণ্ডলের।

বিষয়টি নিশ্চিত করে তাসকিন মণ্ডলের নাতি ডা. মো. মমিনুল ইসলাম জানান, নানার সঙ্গেই মাঠে নামাজ পড়েন তিনি। নামাজ পড়ে তিনি মাঠ থেকে আগেই বের হন। পরে তার নানা মাঠ থেকে বের হওয়ার সময় গেটের উপরের অংশ ভেঙে মাথায় পড়ে গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বাদ আসর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply