ডেঙ্গুতে ৩ জেলায় ৩ জনের মৃত্যু

|

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দুই জেলায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিল্লাল নামে এক রোগীর।

এছাড়া পরশ নামে এক শিশুর মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরে। রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় সে।

নিহতের স্বজনরা জানান, গেল শনিবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরশের রক্ত পরীক্ষা করা হয়। পরে চিকিৎসকরা তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানীর রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ রাসেলের মৃত্যু হয়েছে। তার গ্রামে বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। কর্মস্থলে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল বলে জানান স্বজনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply