কোহলির কাছে ক্ষমা চাইলেন স্টেইন

|

ভিরাট কোহলির কাছে ক্ষমা চেয়েছেন ডেল স্টেইন! প্রশ্ন জাগতে পারে, কী এমন হলো দুজনের মধ্যে যে ক্ষমা চাইতে হবে স্টেইনকে? ঘটনা আসলে ভিন্ন। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন এই প্রোটিয়া পেসার। ভারত সফরের জন্য সদ্য ঘোষিত টি২০ দলেও ঠাঁই হয়নি স্টেইনের। দল ঘোষণার সময় বর্ষীয়ান তারকাকে দলে না রাখার ব্যাপারেও কিছু বলা হয়নি।

বুধবার একটি টুইটে স্টেইন যেন নির্বাচকদের নিয়ে মশকরাই করলেন, কোচিং স্টাফের বদলে যাওয়ার ফলে আমার নম্বরটাই বোধহয় হারিয়ে ফেলেছে।

অপর এক টুইটে ভিরাট কোহলির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কেবল বিরাট নয়, ভারতের কোটি কোটি ক্রিকেট ভক্তদের কাছেও ক্ষমাপ্রার্থী তিনি। তার বক্তব্য, তারা হয়তো ভাবছেন, তিনি নিজেকে নির্বাচনের জন্য ফাঁকা রাখেননি।

আইপিএলে পাওয়া কাঁধের চোট না সারায় ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে যান স্টেইন। ৩৬ বছরের এই পেসার দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৪টি টি-২০ ম্যাচ খেলে ১৭.৫ গড়ে ৬১টি উইকেট পেয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন স্টেন। ছোট সংস্করণের ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই তার এই পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply