বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|

শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস আজ। পঁচাত্তরের এই দিনে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

দিবসটি উপলক্ষে ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় গার্ড অফ অনার ও সশস্ত্র সালাম। এসময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা। পরে, আ’লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান, দলের সভানেত্রী শেখ হাসিনা। এসময় দলের সিনিয়র নেতারা তার সাথে ছিলেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে নানা কর্মসূচি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply