ভৈরবে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

|

ভৈরব প্রতিনিধি:

ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে এক বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ১২ জন যাত্রী আহত হয়।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় এই ঘটনাটি ঘটে।

যাত্রীরা জানায় ভৈরব – নরসিংদিগামী একটি যাত্রীবাহী বাস ( নাম্বার – ঢাকা মেট্রো -১১-২৭৩৯) দুপুর ১.১৫ মিনিটে ছেড়ে মাহমুদাবাদ নামক স্থানে পৌঁছলে বিপরীতগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন যাত্রীদেরকে বাসের ভিতর থেকে উদ্ধার করে।

এঘটনায় নিহত যাত্রীর নাম হোসনে আরা বেগম (৫৮)। তার স্বামীর নাম সৈয়দ আলী খন্দকার এবং বাড়ী নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড়কান্দি গ্রামে।

আহতরা হলো নাজমা বেগম (৪৫) ও তার স্বামী বাক্কিউদ্দিন ভূইয়া (৫২) এবং তার দুই মেয়ে ইমা বেগম (২২) , ইভা বেগম (১৮), অন্যান্য আহতদেরকে ভৈরবের বিভিন্ন হাসপাতাল সহ বাজিতপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, বিপরীতগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসের ব্রেক ফেল করে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ আটক করেছে। ঘটনায় থানায় একটি মামলা হবে বলে তিনি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply