জুলাই মাসে প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

|

চলতি অর্থবছরের জুলাই মাসেই প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একক মাস হিসেবে এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ এটি। যা গত বছরের একই মাসের তুলনায় ২১ শতাংশ বেশি।

এপর্যন্ত এক মাসে সবচেয়ে বেশি ১৭৫ কোটি ডলার রেমিট্যান্স আসে গত মে মাসে।

বিদায়ী অর্থবছরে প্রবাসীরা এক হাজার ৬৪২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।

চলতি অর্থবছর ২ শতাংশ হারে প্রণোদনার ফলে রেমিট্যান্স আরও বাড়তে পারে। এতে সব মিলিয়ে দেশের মুদ্রাবাজারে বিদ্যমান অস্থিরতা কমবে।

দীর্ঘদিন বাড়তে থাকা রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়লে দুশ্চিন্তায় পড়ে যায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। হুন্ডি ঠেকাতে নেয়া হয় নানা উদ্যোগ, বিশেষ করে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কেউ যেন টাকা পাঠাতে না পারে সে লক্ষ্যে নেওয়া হয় পদক্ষেপ। অন্যদিকে এর প্রভাবে ব্যাংকিং চ্যানেলেও বাড়তে থাকে ডলারের দর। এ পরিস্থিতিতে রেমিট্যান্স আবার বাড়তে শুরু করেছে যা স্বস্তিদায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply