চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

|

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন শনাক্ত হচ্ছে গড়ে ৩০ জন রোগী।

কোরবানি ঈদের আগে চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতো ১০ থেকে ১৫ জন, ঈদের পর সে সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০ থেকে পঁয়ত্রিশে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭’শ ছাড়িয়েছে।

এর মধ্যে সরকারি বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ২’শ জন। সুস্থ হয়ে ফিরেছেন বাকিরা। তবে চাপ বাড়লেও চিকিৎসায় ঘাটতি নেই বলছেন সিভিল সার্জন।

গেলো ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হওয়া ৩৩ জনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত ১১৪ জন। বেসরকারি হাসপাতাল এবং ১৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংখ্যা ৬৩। রোগীর চাপ থাকলেও চিকিৎসা সেবায় সন্তুষ্ট রোগী এবং স্বজনরা।

সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের হিসেবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৫ জন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ রোগীই চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন।

প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর সঠিক চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি চাপ সামলাতে ঈদে চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়।

ঈদের আগে মশা নিধনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন ওষুধ ছিটালেও ঈদের পর দেখা যায়নি কোন কার্যক্রম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply