সিরিজ বোমা হামলা: একযুগেও অসমাপ্ত ৪৪ মামলার বিচার

|

সারা দেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার ১২ বছর আজ। ২০০৫ সালের এই দিনে ৬৩ জেলায় একযোগে ৫০০ বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি।

ওই ঘটনায় দায়ের করা হয় ১৬১ মামলা। এরমধ্যে এখনও বিচার শেষ হয়নি অন্তত ৪৪ টি মামলার। ঢাকায় দায়ের করা ৯টি মামলার পাঁচটিই এখনও বিচারাধীন। কেন এই দীর্ঘসূত্রতা?

এ প্রসঙ্গে মহানগর দায়রা জজ আদালত পিপি আবদুল্লাহ আবু জানালেন, মূলত সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ার কারণে মামলা ঝুলে থাকে। গুরুত্বপূর্ণ মামলা হওয়ায় এগুলো খারিজও করা যাচ্ছে না।

সিরিজ বোমা হামলায় জেএমবি’র শীর্ষ নেতাসহ আসামি করা হয় ৬শ ৬০ জনকে। এরমধ্যে ফাঁসি হয় ১৫ জনের, ২৪৭ জনের সাজা হয় বিভিন্ন মেয়াদে। এরমধ্যে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানসহ ফাঁসির দণ্ড কার্যকর হয় ৬ জনের। বাকিদের কেউ কারাগারে, অনেকে আছে জামিনে।

বর্তমানে জেএমবি সংগঠনটি দু’টি ধারায় পরিচালিত হচ্ছে। যার মধ্যে পুরাতনটির নেতৃত্বে, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সালেহীন। আর নিহত তামিম চৌধুরীর প্রতিষ্ঠিত নব্য জেএমবি’র নেতৃত্বে হাদিসুর রহমান সাগর।


যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply