বার্সার ম্যাচে মেসি না থাকলেও ছিলেন জামাল

|

শুক্রবার রাতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম সেরা লিগ স্প্যানিশ ‘লা লিগা’র এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ১৬ নম্বরে থেকে লিগ শেষ করা অ্যাথলেটিকো বিলবাও। এ ম্যাচে খেলেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে, বার্সেলোনার ম্যাচে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া! তিনি এ ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন।

স্প্যানিশ লিগের গত মৌসুমের শেষ দিকে দুটি ম্যাচের ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার তিনি ধারাভাষ্য দিলেন লা লিগার মৌসুম শুরুর ম্যাচেই। মেসিবিহীন ম্যাচটিতে বার্সেলোনা হেরে গেছে ১-০ গোলে।

গত মৌসুমের শেষ দিকে ভ্যালেন্সিয়া আর ভায়াদলিদের ম্যাচ দিয়ে ‘লা লিগা’য় ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। এবার তিনি নিজেকে আরো এক ধাপ উপরে নিয়ে গেলেন জামাল। এত বড় মঞ্চে বাংলাদেশের কেউ ধারাভাষ্য দিচ্ছেন- গর্ব করার মতো বিষয়ই বটে। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার রিয়াল মাদ্রিদ ম্যাচেও ধারাভাষ্য দিতে দেখা যেতে পারে জামালকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply