কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৬৩

|

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বোমায় প্রাণ গেছে অন্তত ৬৩ জনের।

শনিবার রাতে, শিয়া অধ্যুষিত একটি এলাকায় এ হামলায় আহত হয় ২শ’ মানুষ। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এতে হতাহতদের সবাই বেসামরিক বলে নিশ্চিত করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারে তালেবান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনার মধ্যেই হলো এ হামলা।

এর আগে শুক্রবার, পাকিস্তানের বেলুচিস্তানে একটি মসজিদে বোমা হামলায় প্রাণ যায় আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক ভাইয়ের। সেটিকে পরিকল্পিত হামলা বলে জানিয়েছে আফগান গোয়েন্দা সূত্র। যদিও এর সাথে কাবুলে বিয়েবাড়িতে হামলার কোনো যোগসূত্র নেই বলে দাবি তালেবানের। হামলার নিন্দাও জানিয়েছে গোষ্ঠীটি।

১০ দিন আগেই কাবুলের একটি থানায় তালেবানের বোমা হামলায় নিহত হয় ১৪ জন, আহত হয় দেড়শ’র বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply