চামড়ার অস্বাভাবিক দরপতন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

|

কোরাবানির ঈদে পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার সকালে ব্যারিস্টার মহিউদ্দিন রিটটি করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে বলা হয়, পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে।

কৃত্রিমভাবে দামের এই সংকট তৈরি করা হয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়।

দরপতন ঠেকাতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল চাওয়া হয় রিটে। পাশাপাশি রিটে দায়ীদের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশের নির্দেশনা চাওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply