হজে গিয়ে ৭ দিন ধরে নারী নিখোঁজ

|

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে মোছা. সুরুতুন নেছা নামের এক নারী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার স্বজনেরা জানিয়েছেন।

নিখোঁজ মোছা. সুরুতুন নেছা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের মো. রজব আলীর স্ত্রী।

স্বামী-স্ত্রী একসঙ্গে হজে যান। গত ১৩ আগস্ট থেকে সুরুতুন নেছা নিখোঁজ রয়েছেন বলে তার ছেলে ইয়াকবির আফিন্দী জানিয়েছেন।

নিখোঁজ সুরুতুন নেছার পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট রাতে সৌদি আরবের মিনায় তার স্বামী রজব আলী পাথর মারতে যাওয়ার সময় মোছা. সুরুতুন নেছাকে তাঁবুতে বসিয়ে রেখে যান। পাথর মারা শেষ করে তাঁবুতে ফিরে এসে স্বামী তার স্ত্রী সুরুতুন নেছাকে আর খুঁজে পাননি। তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

সুরুতুন নেছার ছেলে ইয়াকবির আফিন্দী বলেন, এখন পর্যন্ত তার মায়ের কোনো হদিস পাওয়া যায়নি।

৬০ বছর বয়সী সুরুতুন নেছা বাংলাদেশ থেকে সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২৮ জুলাই জেদ্দা এয়ার লাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান বলে জানা গেছে।

সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির পরিচালক মোহাম্মদ যুবায়ের বলেন, নিখোঁজ সুরুতুন নেছাকে এখনও খোঁজা হচ্ছে। তাকে পাওয়ার জন্য আমরা সব জায়গায় লোক লাগিয়েছি, এরই মধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ট্রাভেলসকে জানিয়েছি। তারাও তাদের মাধ্যমে সব জায়গায় যোগাযোগ করছে। এবং চেষ্টা অব্যাহত আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply