তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণরাই নেতৃত্ব দেবে: জয়

|

তথ্যপ্রযুক্তি খাতে আগামীতে বাংলাদেশের তরুণরাই গোটা বিশ্বে নেতৃত্ব দেবে। এমন আশাবাদ প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। তরুণদের প্রযুক্তি শিক্ষা আরো এক ধাপ এগিয়ে নিতে প্রাথমিকসহ সব স্তরে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে, ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে এক সেমিনারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। জয় জানান, বাংলাদেশকে ডিজিটাল ‘হাব-এ’ পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। আইসিটি খাতের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানান জয়। বলেন, শুধু স্বল্পমূল্যের শ্রমিক রফতানি নয়, তথ্যপ্রযুক্তি সেবা ও পণ্য রফতানি করাও বাংলাদেশের লক্ষ্য। এটাই বাংলাদেশের ভবিষ্যত বলেও উল্লেখ করেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply