গরু সংরক্ষণ বোর্ডে পদ না দেয়ায় আত্মহত্যার হুমকি

|

ভারতের মধ্যপ্রদেশের এক হিন্দু ধর্মীয় নেতাকে রাজ্যের গরু সংরক্ষণ বোর্ডে না রাখায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৃন্দাবনের সাধুর নাম আচার্য দেবমুরারি বাপু। তবে রাজ্যের ধর্ম বিষয়ক মন্ত্রী পি সি শর্মা দাবি করেছেন, দেবমুরারিকে কোনো পদ দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেয়া হয়নি।

তবে দেবমুরারি বলেছেন, গত নির্বাচনে তিনি মধ্যপ্রদেশে কংগ্রেসের হয়ে প্রচার চালিয়েছিলেন। সাধু-সন্তদের সমর্থন ছাড়া কংগ্রেস এই রাজ্যে জিততে পারতো না। কিন্তু এখন তারা আমাদের কথা শুনছে না, বা সন্তোষজনক কিছু বলছেও না। আমি তাদেরকে বলেছিলেন গরু সংরক্ষণ বোর্ডে আমাকে নিয়োগ দিতে। কিন্তু তারা বারবার উপেক্ষা করছে।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের পর পিটিআই’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন। দেবমুরারি আরও জানান, আজ সোমবার ভক্তদের নিয়ে তিনি মূখ্যমন্ত্রী কমল নাথের বাসার সামনে গিয়ে আত্মহত্যা করবেন।

তবে সর্বশেষ তিনি এমন কিছু করতে গিয়েছিলেন কিনা সে বিষয়ে সংবাদমাধ্যমটি কিছু জানায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply