ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

|

তিনদিনের রাষ্ট্রীয় সফরে রাতে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময়ই ভালো, এই সফরে অনেক বিষয়ে আলোচনা হবে, দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ভারতের-বাংলাদেশের অমিমাংসীত বিষয় তিস্তা, সীমান্তে হত্যা বন্ধসহ নানা বিষয় নিয়ে আগামীকাল আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবরের শুরুতে দিল্লী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সফরের এজেন্ডা ঠিক করতেই মূলত ঢাকা আসছেন তিনি।

নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় সরকার গঠন করার পর মে মাসে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক পররাষ্ট্র বিষয়ক এই কূটনৈতিক। এরআগে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন তিনি।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সফরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে ভারতের মোদি সরকারের মনোভাব আরো স্পষ্ট হতে পারে। বিদ্যমান চমৎকার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply