২ বছরে নিজস্ব প্রযুক্তির ৪০ হাজার রাইফেল উৎপাদন করেছে তুরস্ক

|

নানান ধরনের অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে মনোযোগ দিয়েছে তুরস্ক। কোনো ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি, আবার কোনো ক্ষেত্রে বাইরের কোনো দেশের সাথে চুক্তি করে যৌথভাবে তৈরি করছেন ট্যাংক, সামরিক যানসহ বিভিন্ন সমরাস্ত্র।

তুর্কি সংবাদমাধ্যম হুররিয়েত ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছরে পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৪০ হাজারের বেশি রাইফেল তৈরি করেছে দেশটির রাস্ট্রায়াত্ব কোম্পানি এমকেইকে।

এমপিটি-৭৬ নামের এই রাইফেল তুরস্কের সেনাবাহিনী ব্যবহার করে। অতি সম্প্রতি সাড়ে চার হাজার নতুন রাইফেল উৎপাদন করা হয়েছে।

হুররিয়েত জানিয়েছে, ২০১৭ সালে এটি প্রথম উৎপাদন শুরু করা হয়। এরপর ন্যাটো সবগুলো অস্ত্র পরীক্ষায় রাইফেলটি উত্তীর্ণ হয়েছে। গরম, ঠাণ্ডা, বৃষ্টি, কাদা এবং মরুভূমি সব জায়গায়ই সমানভাবে কার্যকর অস্ত্রটি।

চার কেজির মতো ওজনে রাইফেলটি মিনিটে ৬৫০টি গুলি ছুঁড়তে সক্ষম। ৭ দশমিক ৬২ মিলিমিটার সাইজের বুলেট দিয়ে ৬০০ মিটার দূরের টার্গেটকে সফলভাবে ধরাশায়ী করা যায় এটি দিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply