কাশ্মির ইস্যুতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পাকিস্তান

|

কাশ্মির ইস্যুতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত- আইসিজে’র দ্বারস্থ হতে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

তিনি বলেন, আমরা কাশ্মিরের মামলাটি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব ধরনের আইনি দিক বিবেচনার পর নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। তিনি আরও জানান, মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে ভারত সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোই হবে মামলার মূল বিষয়বস্তু।

৫ আগস্ট জম্মু-কাশ্মরের স্বায়ত্ত্বশাসন ও বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনায়, গেল সপ্তাহেই পাকিস্তানের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কাশ্মির ইস্যুতে এর আগে নয়াদিল্লির সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে ইসলামাবাদ। ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কও অবনমন করে।

এদিকে, কাশ্মির ইস্যুতে আবারও ভারত-পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply