রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় সমর্থন চেয়েছে বামদলগুলো

|

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় সমর্থন চেয়েছে বামদলগুলো। এমনটাই জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে, হোটেল সোনারগাঁওয়ে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

হাসানুল হক ইনু বলেন, ‘এ সমস্যা সমাধানে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন ভূমিকা রাখতে পারে। আমরা তাদের সক্রিয় সমর্থন ও জোরালো ভূমিকা চেয়েছি।’

এ সময়, উন্নয়নশীল দেশগুলোর জন্য সমাজতন্ত্র প্রয়োজন বলেও মন্তব্য করেন ইনু। বৈঠকে জাসদের সভাপতি ছাড়াও, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বাম দলের বেশ কয়েজন নেতা অংশ নেন।

সম্প্রতি অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সিদ্ধান্তের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বিকেলে সোনারগাঁও হোটেলে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেন চীনা কমিউনিস্ট পার্টি নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি। তিনি জানান, চীন রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, রোহিঙ্গারা মিয়াামারে ফেরত যাওয়ার পর তাদের পুনর্বাসনে ভূমিকা রাখার কথাও জানিয়েছে দেশটি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply