জাহালমের মামলার সকল তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

|

বিনা অপরাধে তিন বছর কারাভোগকারী জাহালমের মামলা তদন্তে অবহেলার অভিযোগে দুদকের তদন্তকারী ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে দুপুর ২টায় শুনানির জন্য রয়েছে বলে জানান আইনজীবী। এসব তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে জাহালমের বিনা অপরাধে তিন বছর কারাভোগ কাদের গাফিলতিতে তা জানতে দুদকের ১১ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সবাই জবাব দাখিল করেন। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হলো।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply