বনানীতে ব্যবসায়ী হত্যায় জড়িত দুই যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

|

রাজধানীর বনানীতে জনশক্তি রপ্তানীকারক সিদ্দিক হোসেন হত্যা মামলার ২ আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তারা হলেন, পিচ্চি আল আমিন ও সাদ্দাম। বৃহস্পতিবার রাতে আফতাব নগরে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ।

তিনি দাবি করেন, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী সিদ্দিক হত্যার আসামিদের গ্রেফতার করতে আফতাব নগর এলাকায় অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বাড্ডা থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বনানী জনশক্তি রফতানি অফিসে ঢুকে ব্যবসায়ীকে যে চারজন হত্যায় অংশ নিয়েছিল তাদের মধ্যে দু’জন এরা। ১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বনানীতে মুন্সি ওভারসিস নামক প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ব্যবসায়ী সিদ্দিক হোসেন নিহত হন। দু’দিন আগে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেছিলেন, হত্যার ঘটনায় প্রবাসী এক ছাত্রদল নেতার ভাড়া করা খুনিদের মধ্যে সাদ্দাম ও আলআমিন ছিলো।

যমুনা অনলাইন- এফআর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply