ইরানের রপ্তানি শূন্যে নামলে তেল রুটগুলো নিরাপদ থাকবে না: রুহানি

|

অনেকটা সরাসরি হুমকিই দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ বুধবার তিনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যদি ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামানো হয়, তাহলে আন্তর্জাতিক তেল পরিবহনের পথগুলো আগের মতো নিরাপদ থাকবে না।’

প্রেসিডেন্ট রুহানির এই বক্তব্য তার পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সাম্প্রতিক একটি বক্তব্যের সাথে মিলে যায়।

জারিফ বলেছিলেন, ট্রাম্পের অধীনে অনাঙ্খিত মার্কিন আচরণের পাল্টা হিসেবে ইরানও অনাকাঙ্খিত জবাব দিতে পারে।

বুধবার হাসান রুহানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে সাক্ষাতে গিয়ে বলেন, বিশ্ব নেতারা জানেন যে, যদি পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয় এবং ইরানের তেল রপ্তানি শূন্যতে নেমে যায় তাহলে আন্তর্জাতিক তেল রুটগুলোর নিরাপত্তা আগের মতো অক্ষুন্ন থাকবে না।’

তিনি আরও বলেন, ইরানের ওপর একপক্ষীয় চাপ দিয়ে আসলে লাভ হবে না, এবং এতে এই অঞ্চলে এবং বিশ্বে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না।

ওয়াশিংটন ও তেহরানে মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক ৬ জাতির পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তা চূড়ান্ত রূপ নেয়। এরপর থেকে নিয়মিত পারস্য উপসাগরে পশ্চিমা তেলবাহী জাহাজকে ইরানের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply