'ফুটবল সম্রাট' খ্যাত সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে ব্রাজিলের মিনাস জেরাইসে জন্মগ্রহন করে এই তারকা ফুটবলার।
পেলে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে নামটির অর্থ কী তা নিয়ে তার এবং তার পুরানো বন্ধুদের তখন কোনও ধারণা ছিল না। নামটি বিলে থেকে উদ্ভূত হয়েছে, এবং হিব্রু ভাষার এটির অর্থ অলৌকিক।
পরিবারে তার ডাকনাম ছিল জিকো। বিদ্যালয়ে পড়াকালীন তিনি পেলে ডাকনামটি পান। এটি দাবি করা হয় যে, পেলে নিজেই তার ডাকনামটি দিয়েছিলেন, তার কাছে তার পছন্দের ডাকনাম চাওয়া হলে তিনি স্থানীয় ভাস্কো দা গামার গোলরক্ষক বিলের নাম উচ্চারণ করেন, তবে তিনি ভুলভাবে উচ্চারণ করেন, পরে পেলে অভিযোগ জানালেও বিদ্যালয়ে তার ডাকনাম পেলে রয়ে যায়।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জয়ের কীর্তি পেলের। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। সেলেসাওদের হয়ে ৪টি বিশ্বকাপ খেলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনটিতেই। করেছে ১২ গোল।
সবমিলিয়ে ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন তিনি। আর ক্লাব ক্যারিয়ারে সান্তোসের হয়ে ৬৩৬ ম্যাচে করেছেন ৬১৮ গোল। ক্যারিয়ারের শেষ ২ বছর খেলেছেন নিউইয়র্ক কসমসের হয়ে।
ফিফা স্বীকৃত পেলের গোলের সংখ্যা ৭৫৭টি। ক্যারিয়ারে অসামান্য সব কীর্তির জন্য ১৯৯৯ সালে পেলেকে 'অ্যাথলেট অব দ্য সেঞ্চুরি' ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান এই ফুটবল কিংবদন্তী।
/এমএইচআর
মন্তব্য করুন