বাংলাদেশে যাত্রা শুরু করলো লি কুপার

|

বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ব্রিটিশ লাইফস্টাইল ব্র্যান্ড লি কুপার। প্রাথমিকভাবে তাদের বাংলাদেশি সহযোগী এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের মাধ্যমে বিভিন্ন রকমের জুতো বাজারজাত করবে তারা। তবে, পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেই পণ্য উৎপাদনে যেতে পারে তারা। এমনটাই জানালেন লি কুপারের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ওয়েন বেব।

সোমবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে লি কুপারের ‘সাইনিং সেরিমোনি’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। পরে, লি কুপারের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ওয়েন বেব ও এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম দুই কোম্পানির হয়ে চুক্তি স্বাক্ষর করেন।

ইতিমধ্যে, বাংলাদেশে ইতালিয়ান ব্র্যান্ড লোটোর পণ্য বাজারজাত করে আসছে এক্সপ্রেস লেদার। এবার এর সাথে যুক্ত হলো ব্রিটিশ ব্র্যান্ড লি কুপার।

পরে যমুনা নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সফররত লি কুপারের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ওয়েন বেব জানান, বাংলাদেশের সম্ভাবনাময় বাজারে প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি আমাদের পণ্যের গুণগত মান দেখে এ দেশের ক্রেতারা এটিকে গ্রহণ করবে।

তিনি বলেন, বাংলাদেশের আমাদের প্রত্যাশাটা একটু বেশি। অনুকূল পরিবেশ পেলে এখানের বাজারে বড় আকারে বিনিয়োগ করার কথা ভাববো।

উল্লেখ্য, ১৯০৮ সালে পূর্ব লন্ডনে যাত্রা শুরু করা লি কুপার এখন বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর একটি। ১০০টির বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply