লিঁওকে হালকাভাবে নেবার ভুল করতে চায় না বায়ার্ন

|

দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে টুর্নামেন্টের হট ফেভারিট বায়ার্ন মিউনিখ। রাত ১টায় জার্মান জায়ান্টদের প্রতিপক্ষ ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিঁও।

সেমিফাইনালে বার্সেলোনাকে ৮ গোলে বিধ্বস্ত করা বায়ার্ন কাগজ কলমের শক্তি, ফর্ম সবকিছুর বিচারে লিঁওর বিপক্ষে ফেভারিট। বাভারিয়ান ক্লাবটি ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে। দলের মূল ভরসা আট গোল করে টুর্নামেন্টের টপ স্কোরার স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। সেই সাথে থমাস মূলার, গ্যানাব্রিসহ দুর্দান্ত ফর্মে বায়ার্নের পুরো স্কোয়ার্ড।

সিঙ্গেল লেগের লড়াই তাই, লিঁওকে হালকাভাবে নেবার ভুল করতে চান না বায়ার্ন কোচ। ফ্রান্সের ক্লাবটির ফর্মও বলছে সে কথা, আরও এক অঘটনের জন্ম দিতে প্রস্তুত তারা। শেষে ষোলতে য়্যুভেন্টাস আর কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে হারিয়েছে লিঁও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply