জি সেভেনের পর এবার চীনকে মোকাবেলার ডাক দিয়েছে মার্কিন ন্যাটো

|

জি সেভেনের পর এবার চীনকে মোকাবেলার ডাক দিয়েছে মার্কিন ন্যাটো

জি সেভেনের পর এবার চীনকে মোকাবেলার ডাক দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সোমবার ব্রাজেলসে সম্মেলন শুরুর পর চীনের উত্থান মোকাবেলার আহবান জানান ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।

তিনি বলেন, চীনের সামরিক শক্তি ন্যাটোর নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে গেলো কয়েক বছরে আফ্রিকায় চীনের সামরিক ঘাঁটি স্থাপন এবং রাশিয়ার সাথে যৌথ মহাড়া নিয়েই উদ্বিগ্ন ন্যাটো।

জোটের মহাসচিব জানান, অর্থনীতি, সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে ন্যাটোর সমকক্ষ হয়ে উঠছে চীন।

সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এখনই চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করা প্রয়োজন। তবে ফরাসি প্রেসিডেন্ট চান, চীনের সাথে সুসম্পর্ক বাড়ুক ন্যাটোর।

এর আগে চীনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন জি সেভেনের নেতারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply