আখাউড়ায় বাবাকে গালি দেয়ার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবাকে গালমন্দ করার প্রতিবাদ করায় ফয়েজ আহমেদ নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বাবুল মিয়া ও তার লোকজন। আহত ফয়েজ আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকালে বাদী হয়ে এ ঘটনায় বাবুল মিয়াকে (৪৮) প্রধান করে আরও পাঁচজনকে আসামি দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ফয়েজ আহমেদ।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফয়েজ আহমেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে নয়াদিল গ্রামের আবু তাহের মিয়ার ছেলে বাবুল বুধবার সকালে ফয়েজের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় বাবুল মিয়া ফয়েজের বাবাকে নিয়ে গালমন্দ করার প্রতিবাদ করায় বাবুল ও তার স্বজন জুয়েল, রিফাত, আরমান, সানি ও রাজু মিলে ফয়েজ আহমেদকে পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা আহত ফয়েজ আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply