প্রতিশ্রুতি রক্ষা না করায় বিধায়ককে নোংরা পানিতে হাঁটালো জনগণ

|

বিধায়ক কমল সিং মানিককে হাত ধরে টেনে নোংরা পানিতে নামানো হয়।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় বিজেপির এক বিধায়ককে নোংরা পানিতে হাঁটতে বাধ্য করলো গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

দৃশ্যটি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম বলছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাপুর জেলার ঢোলপুর গ্রামে প্রচারণা চালাতে যান বিধায়ক কমল সিং মানিক। এসময় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। হাত ধরে টেনে তাকে নোংরা পানিতে নামানো হয়।

গ্রামবাসী বলছে, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাস্তায়, জমে যায় ড্রেনের নোংরা পানি। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও, কোনো কাজ করেননি বিধায়ক। এমনকি চার বছর আগে ভোটে জেতার পর ওই গ্রামেই আর যাননি।

বিধায়ককে নোংড়া পানিতে নামানোর ঘটনাকে সামাজিক মাধ্যমে অনেকেই স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, জনপ্রতিনিধিদের কাছে এভাবেই কাজের হিসাব চাওয়া উচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply