যুক্তরাষ্ট্রের ৩৯টি রাজ্যে নিয়ন্ত্রণে এসেছে করোনা

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৩৯টি রাজ্যে নিয়ন্ত্রণে এসেছে করোনা মহামারি পরিস্থিতি। অন্যান্য জায়গাগুলোতেও টিকাদান কর্মসূচির কল্যাণে দ্রুত কমবে মৃত্যু-সংক্রমণ।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেন, পরিকল্পনা বাস্তবায়নের কারণে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক শনাক্তের হার কমেছে ৪৭ শতাংশ পর্যন্ত। গেলো দেড় মাসে হাসপাতালে ভর্তির পরিমাণও ৩৮ শতাংশ নিম্নমুখী। দেশের ৩৯টি রাজ্যে মৃত্যু-সংক্রমণের হার কমেছে লক্ষ্যণীয়ভাবে। কিন্তু দেশে এখনও বহু মানুষ ভ্যাকসিন নেননি। আগামী জুলাইয়ের মধ্যে প্রত্যেককে আনতে চাই টিকাদান কর্মসূচির আওতায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply