সেতু ধসের মতো দুর্ঘটনা এড়াতে দরকার বড় তহবিল: জো বাইডেন

|

ছবি: সংগৃহীত

পিটসবুর্গে সেতু ধসের মতো দুর্ঘটনা এড়াতে প্রয়োজন নতুন আইন। রাস্তাঘাট ও সেতু সংস্কারে দরকার বড় তহবিল।
পিটসবুর্গ সফরে গিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো প্যাকেজের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, এই অর্থ ব্যয় হবে রাস্তাঘাট, হাইওয়ে ও ব্রডব্যান্ড সেবার রক্ষণাবেক্ষণ ও সংস্কারে।

জো বাইডেন বলেন, ৫০ বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে পড়লো। আমার মনে হয়েছে এটা দেড়শ বছরের পুরোনো। গত ১০ বছর ধরেই ব্রিজটি নাজুক অবস্থায় ছিল। পেনসিলভেনিয়াতেই এমন আরও ৩ হাজার ৩শ’ সেতু আছে। দেশজুড়ে ৪৫ হাজার ব্রিজের অবস্থা খারাপ। সেজন্যই কিছু করতে চাই। স্থানীয় সরকারকে বড় অঙ্কের বরাদ্দ দেয়া হচ্ছে। যা আগে কখনও হয়নি।

আরও পড়ুন: করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয়, খোলা রাখুন: ইউনিসেফ

যুক্তরাষ্ট্রের পিটসবার্গে একটি সেতু ধসে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) শহরটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সেতু ধসে আহত ১০


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply