শিমুলিয়ায় প্রবেশমুখে পাঁচ কিলোমিটার যানজট, মোটরসাইকেলের জন্য বরাদ্দ একটি ঘাট

|

ট্রাফিক অব্যবস্থাপনায় শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত গাড়ির যানজট। এতে ভোগান্তিতে পড়েছে বাড়ি ফেরা মানুষ।

রোববার (১ মে) সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। কিন্তু দীর্ঘ যানজট থাকায় পায়ে হেঁটেই ঘাটে যাচ্ছেন অনেকে। যাত্রী পরিবহনকারী গাড়িগুলো ফেরিতে উঠতে না পারলেও মোটরসাইকেল ঠিকই উঠতে পারছে। হাজারো মোটরমসাইকেল ভিড় করছে ঘাটে। অতিরিক্ত চাপের কারণে এক নম্বর ঘাট শুধু মোটরসাইকেলের জন্য বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় নির্বিঘ্নে ফেরি ও লঞ্চ চলাচল করতে পারছে।

এদিকে, পাটুরিয়া ঘাটেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে। গতকালের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও লঞ্চে যাত্রীচাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতিদিয়া রুটে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply