স্ত্রীর অভিমান ভাঙাতে ছুটি চাইলেন উত্তরপ্রদেশের শিক্ষা কর্মকর্তা

|

ছবি: সংগৃহীত

স্বামীর ওপর রাগ করে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে স্ত্রী। স্ত্রীর রাগ ভাঙাতে মরিয়া স্বামী। আবার অফিসও কামায় দেয়ার সুযোগ নেই। তাই ছুটির আবেদন করেছেন তিনি। ছুটির আবেদনপত্রে বসকে উদ্দেশ্য করে লিখেছেন, স্ত্রী আমার ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্ত্রীর রাগ ভাঙাতে হবে। দয়া করে তিন দিনের ছুটি দিন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।

জানা যায়, ওই ব্যক্তির নাম শামশাদ আহমেদ। তিনি কানপুরের একজন শিক্ষা কর্মকর্তা। কিছুদিন আগে বউয়ের সাথে কথা কাটাকাটি হয় তার। দুই মেয়েকে সাথে নিয়ে শামশাদের স্ত্রী বাপের বাড়ি চলে যান। বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিলেন শামশাদ। শেষমেশ আসল কারণ জানিয়ে বসের কাছে ছুটির আবেদন করেন তিনি। ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন করেছেন শামশাদ।

আবেদনপত্রে শামশাদ আরও লিখেছেন, এই সমস্যা সমাধানে আমাকে স্ত্রীর কাছে যেতেই হবে। ওর রাগ ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনতে হবে। যতই হোক, ভালবাসার বিষয় তো! শামশাদের এমন আবেদন ফেলতে পারেননি তার বস। ছুটি মঞ্জুর হয়েছে তার।।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply