স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট

|

তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট। তিন ঘণ্টায় তিনবার ঝুম বৃষ্টিতে শীতল হলো শহরটি। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি নামায় ধরায়।

শুরুতে হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। জানা যায়, বৃষ্টি হয়েছে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিনবার।

সারাদেশের তুলনায় সিলেটে গরম কম থাকায় অনেকটা স্বস্তিতে সাধারণ মানুষ। এর মধ্যে বিকেলে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি আনলেও ভ্যাপসা গরম ছিল। বিকেলের এক পশলা বৃষ্টিতে শিশু কিশোরীরা বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে খেলতে নামে।

সিলেট শহরতলীর চাতলীবন্দ গ্রামের বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, সারাদেশ যখন তাপপ্রবাহে পুড়ছে, তখন প্রতিদিনই কোনো না কোনো সময় সিলেটে বৃষ্টি হচ্ছে। গরমের উত্তাপ কিছুটা কম রয়েছে সিলেটে। এটি আল্লাহর অনন্য নিয়ামত।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply