কিউবার আগুন নেভাতে এগিয়ে এসেছে মেক্সিকো ও ভেনেজুয়েলা

|

কিউবায় তেলের ডিপোর ভয়াবহ আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ মেক্সিকো ও ভেনেজুয়েলা। রয়টার্সের খবরে দেয়া হয়েছে এমন তথ্য।

চরম এই সংকটে দেশটির পাশে দাঁড়িয়েছে রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা ও চিলিও। মিত্র দেশগুলোর সহায়তায় আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ আগস্ট) মাটাজানাস সুপার ট্যাঙ্কার বন্দরে এই অগ্নিকাণ্ড ঘটে। বজ্রপাত থেকে আগুন ধরে যায় একটি ট্যাংকারে। এক পর্যায়ে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে পুরো জ্বালানি ডিপোতে। ক্ষতিগ্রস্থ হয় আরও একটি ট্যাংকার।

প্রথম ট্যাঙ্কটিতে প্রায় ২৬ হাজার কিউবিক মিটার অপরিশোধিত তেল ছিল। দ্বিতীয়টিতে ছিল ৫২ হাজার কিউবিক মিটার তেল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply