দস্যু-জঙ্গি সদস্যদের মূলধারায় ফিরিয়ে এনে পুনর্বাসনেরও ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

|

বনদস্যু-জলদস্যু ও জঙ্গিবাদের সাথে যারা জড়িয়ে পড়ছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এমন মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মার্চ) সকালে কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাংয়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব হলো বাবা-মায়ের। সন্তান কাদের সাথে মিশছে সেসব বিষয়ে খেয়াল রাখতেও অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

এ সময় পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে শান্তিচুক্তির পর ১ হাজার ৮০০ অস্ত্রধারী আমার হাতে অস্ত্র সমর্পণ করেছিল। তাদের সকলকেই আমি পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। দস্যু বা জঙ্গিবাদের সাথে জড়িতদের সঠিক পথে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply