রাশিয়ার সাথে সখ্যতার জেরে তার্কিশ পাইলটদের প্রশিক্ষণ বন্ধ করবে যুক্তরাষ্ট্র !

|

রাশিয়ার সাথে তুরস্কের চলমান সখ্যতার জেড় ধরে এবার তার্কিশ পাইলটদের এফ-৩৫ বিমান চালনার প্রশিক্ষণ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিমান বাহিনী। খবর রয়টার্সের।

মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, আঙ্কারা সাথে মস্কোর বিমান প্রতিরক্ষা চুক্তির জেড় ধরেই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরআগে তুরস্ক নিজেদের বিমান বহরের জন্য বেশ কয়েকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয়। এটি বর্তমানে শক্তিশালী যু্দ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম, যা অতিসহজেই রাডার ফাঁকি দিতে সক্ষম।

যুক্তরাষ্ট্র বলছে, তুরস্ক দুই নৌকায় পা দিয়ে চলতে পারেনা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে সামনে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে আসা তার্কিশ পাইলট ও ক্রুদের ক্ষেত্রে তবে যারা ইতোমধ্যে প্রশিক্ষণ গ্রহণরত অবস্থায় আছেন তাদের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না।

তবে মার্কিন সামরিক মহাপরিদপ্তর পেন্টাগন এমন দাবি অস্বীকার করছে। পেন্টাগন বলছে তার্কিশ পাইলটদের প্রশিক্ষণ না দেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত পেন্টাগণ নেয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply