হাইকোর্টেও জামিন পাননি দুদকের বরখাস্ত পরিচালক বাছির

|

ডিআইজি মিজানের কাছে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের কারাবন্দি পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট৷ দীর্ঘ শুনানির পর এই সিদ্ধান্ত দেন অবকাশকালীন বেঞ্চ।

হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল। আদালতে দুদকের আইনজীবী বলেন, এনামুল বাছির দুদকের সম্পূর্ণ ইমেজ নষ্ট করেছে। তার ঘুষ গ্রহণের ঘটনা দুদকের জন্য সবচেয়ে লজ্জাজনক। এর আগে গত রোববার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন এনামুল বাছিরের আইনজীবী এমএম জামিল হোসেন। ওইদিন জামিন আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ঘুষ লেনদেনের মামলায় গত ২৩ জুলাই এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস। একই সঙ্গে জেলকোড অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply