মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা, বিক্ষোভ প্যারিসেও

|

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে ইউরোপের বহু দেশে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফ্রান্সের প্যারিসেও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ‘ফ্রান্স টোয়েন্টি ফোর’সহ দেশটির গণমাধ্যমগুলো এমনটা জানিয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্মতা প্রকাশ করেই আন্দোলনে নেমেছেন তারা। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে ফরাসি সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এদিকে, এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন নজিরবিহীন ছাত্র আন্দোলন ঠেকাতে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষও হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৪ হাজার ৩০৫।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন বিক্ষোভকারীরা। যেসব প্রতিষ্ঠান গাজায় ইসরায়েলের হামলায় সহযোগিতা করছে, সেসব প্রতিষ্ঠানের বৃত্তি না দেয়ার দাবিও তুলেছেন তারা। যদিও ইসরায়েলের দাবি, গাজায় গণহত্যা চালাচ্ছে না তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply