বিলের পানিতে কুচি কুচি করে কাটা ৬ বস্তা টাকা!

|

বগুড়া ব্যুরো
বগুড়ার শাজাহানপুরে বিলে ভেসে থাকা কয়েক বস্তা টাকার রহস্য উন্মোচন হয়েছে। রোববার সন্ধ্যায় অচল নোটগুলো ধ্বংসের জন্য উপজেলার খাউরাজান বিলে ফেলে দিয়েছিলো বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখা। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলের পানিতে টাকাগুলো ভাসতে দেখে পুলিশে খবর দিলে হইচই পড়ে যায় চারদিকে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, অচল ও বাতিল মুদ্রার নোট নির্দিষ্ট সময় পরপর কুচি কুচি করে কেটে ধ্বংস করে ফেলে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে প্রায় ৬ বস্তায় ভরে বেশকিছু অচল নোট সম্প্রতি বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগে দেয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ নোটগুলো ধ্বংসের জন্য রোববার সন্ধ্যায় শাজাহানপুরের খাউরাজান বিলে ফেলে দেয়।

মঙ্গলবার সকালে নোটগুলো ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশে, বিপুল পরিমাণ টাকা ভাসতে থাকার ঘটনা নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে নানান কল্পকাহিনী। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো বিল থেকে তুলে নিয়ে ফের তা ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply