পূজায় মদ‌পানে তিনজনের মৃত্যু

|

শারদীয় দুর্গোৎসবের সময় মদ পান করে রাজধানী তুরাগ এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ভেজাল মদপান করে রাম জয় মন্ডল (৫৫) ও গোপাল চন্দ্র (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রকাশ (২৪)।

এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাতে দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের প্রত্যেকে উত্তরার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাম জয় মন্ডল (৫৫), গোপাল চন্দ্র (৪৫) ও প্রকাশ (২৪) মারা যান। নিহতরা সকলে মান্দুরা এলাকার স্থায়ী বাসিন্দা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ৪ জন উত্তরাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে তুরাগের চান্দুরা এলাকার শ্রী অন্তু দে জানান, শারদীয় দুর্গোৎসবের সময় ভেজাল মদ পান করে। তবে, আমরা ধারনা করছি এসব মদ মেয়াদ উর্ত্তীর্ন ছিল। তাছাড়া, আরো ৪ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি শুনেছি অসুস্থতার কারণে তারা মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply