যেসব সিরিজ খেলতে পারবেন না সাকিব

|

এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

এ সময়ে টি ২০ বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলা হবে না তার। তাকে ছাড়াই আগামী ৩৬৫ দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেটকে।

সবার আগে আজ বুধবার শুরু হতে যাওয়া ভারতে খেলতে হবে সাকিবকে ছাড়াই। বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি ২০ ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এ সফরে টি ২০ দলের অধিনায়ক ছিলেন সাকিব। সবকিছু ঠিক থাকলে টেস্ট দলেও নেতৃত্বভার পড়ত তার ওপর।

কিন্তু আইসিসি তাকে নিষিদ্ধ করায় ভারত সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। এছাড়া আরও অনেক সিরিজে দলের বাইরে থাকতে হবে তাকে।

যেসব সিরিজ খেলা হবে না সাকিবের

* ভারত সফর: নভেম্বর, ২০১৯

* পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ (সম্ভাব্য)

* অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি, ২০২০

* জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২০

* আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০

* শ্রীলংকা সফর: জুলাই-আগস্ট, ২০২০

* নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০

* নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০

* টি ২০ বিশ্বকাপ: অক্টোবর, ২০২০


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply