৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আজ

|

দেশে প্রথমবারের মতো কৃষি বিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ছয়টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সমন্বিত এ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

ভর্তি কমিটি সূত্র জানায়, সমন্বিত ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ৭৫ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী আবেদন করলেও এসএসসি ও এইচএসসি মিলে সর্বনিম্ন ৯.১৫ জিপিএধারী মোট ৩৫ হাজার ৯৮২ জনকে ভর্তি পরীক্ষায় সুযোগ প্রদান করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬শ ৭৫ জন অংশ নিচ্ছে।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply