শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ঘাতকরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আরো এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।
এসময় আরও শ্রদ্ধা জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
শ্রদ্ধা শেষে হাসানুল হক ইনু বলেন, কাদের মোল্লাহকে শহীদ বলায় সংগ্রাম পত্রিকার ডিক্লিয়েরেশন বাতিলের দাবি জানান।
জেএসডি সভাপতি আবদুর রব বলেন, দেশে রাজনীতি নেই তাই বুদ্ধিজীবীদের ত্যাগের মর্যাদা অক্ষুন্ন নেই।
Leave a reply