বঙ্গবন্ধু বিপিএলে সাংবাদিকদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরবরাহ করা খাবার খেয়ে যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক আর ক্যামেরাপার্সনসহ বিভিন্ন সংবাদমাদ্যমের ২০ জন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন।
এদের মাঝে বিডিনিউজ টোয়েন্টি ফোরের ক্রীড়া সাংবাদিক দীপায়ন অর্ণব পেটের পীড়ায় পরার পর ফার্মেসী থেকে ওষুধ আনতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
বিপিএলের এই টুর্নামেন্ট কাভার করতে গিয়ে দুপুর ও সন্ধ্যার খাবার খেয়ে গত কয়েকদিন থেকেই এমন সমস্যায় পড়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা। খাবার সরবরাহ করা হতো সেভেনহিল নামক রেস্টুরেন্ট থেকে।
খাবার খেয়ে বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে টয়লেটে অজ্ঞান হয়ে পড়েছেন একাধিক সাংবাদিক। অসুস্থ হয়ে পড়েছেন বিসিবির মিডিয়া বিভাগে কর্মরত কয়েকজন কর্মীও।
এক সঙ্গে এতজনের অসুস্থ হয়ে পড়ার পর খাবার সরবরাহকারী সেভেন হিল রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।
বিপিএল কাভার করা সাংবাদিকদের দাবি, তাদের জন্য আনা খাবারগুলো বানানো হয় অনেক আগে, যা খাওয়ার সময় ঠাণ্ডা হয়ে পড়ে। এই রেস্টুরেন্টের সরবরাহ করা খাবারের মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিলো সাংবাদিকদের মাঝে।
Leave a reply