পাঁচ উইকেটে হারলো বাংলাদেশ

|

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৫ উইকেটে মাত্র ১৪১ রানে আটকে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে স্বাগতিকরা। অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শোয়েব মালিক।

টস জিতে তামিম-নাঈমের উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান, তবে ১১ ওভার খেলে ফেলেন দুই ওপেনার। তামিম ৩৪ বলে ৩৯ রানের ইনিংসে, টপকে গেছেন সাকিবের টি-টোয়েন্টিতে ১৫৬৭ রানের সর্বোচ্চে সংগ্রহকে। নাঈম করেন সর্বোচ্চ ৪৩ রান। পরের দিকে আর কোন ব্যাটসম্যান রানের গতি বাড়াতে পারেননি। ৫ উইকেটে ১৪১ রান তোলে বাংলাদেশ। জবাবে দলীয় শুন্য রানে বাবর আজমকে হারিয়েও ম্যাচে ফেরে পাকিস্তান। তবে শোয়েব মালিকের অপরাজিত ৫৮ রানে, তিন বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (নাঈম ৪৩, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ১৯*, লিটন ১২, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (শোয়েব মালিক ৫৮*, আহসান আলী ৩৬, মোহাম্মদ হাফিজ ১৭, ইফতেখার আহমেদ ১৬, ইমাদ ওয়াসিম ৬, মোহাম্মদ রিজোয়ান ৫)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply