দুই সপ্তাহ পর থেকে পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম!

|

আগামী দুই সপ্তাহ পর থেকে আর বাজারে পাওয়া যাবে না দেশের বহুল ব্যবহৃত টেলিকম অপারেটর গ্রামীণফোনের কোন সিম। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, আমাদের কাছে বর্তমানে কোনx সিমকার্ড নেই এমনকি কোনো সিম নষ্ট হয়ে গেল তা রিপ্লেস করার মতোও সিম নেই।

ইয়াসির আজমান জানান, সিম রিসাইকেলের জন্য বিটিআরসির অনুমোদন পাওয়া যাচ্ছে না। ফলে একরকম সংকট অবস্থা চলছে সিম রিপ্লেস ও সরবরাহের ক্ষেত্রে।

গ্রামীণফোনের এই কর্মকর্তা জানান, বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলে গ্রামীণফোন বাজারে সিম সংকটে পড়বে। এসময় বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply