সরকার নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছে: ড. কামাল

|

সরকার দায়িত্বহীনভাবে নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বলেন, জনসচেতনতা তৈরি করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার প্রতি যুবসমাজ ও সাধারণ জনগণ অনাস্থা প্রকাশ করেছে। নির্বাচনে মেয়ররা মাত্র ৫-৭ শতাংশ ভোট পেয়েছে। বাকিটা ইভিএমের জালভোট।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে আইনের শাসন, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। সরকার চায়, জনগণ ভোট কেন্দ্রে না যাক। কারণ, সরকার ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি ভয় পায়। তাই সরকার ভোট ও নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে চায়।

এসময়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, জাতীয় ও সিটি নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ইভিএমের মাধ্যমে বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জাল ভোটের অংশীদার হতে তরুণরা কেন্দ্রে যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply