করোনাভাইরাস: চট্টগ্রামে চার-পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক

|

করোনাভাইরাসের প্রভাবে দেশের সর্বত্রই বেড়েছে মাস্কের ব্যবহার। ভাইরাস সংক্রমণ ভাইরাসের ফলে মাস্কের চাহিদা হঠাৎ কয়েকগুণ বেড়ে যাওয়ায় এর সুযোগ নিচ্ছেন চট্টগ্রামের একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ নিয়ে ফার্মেসিগুলোতে মাস্ক বিক্রি হচ্ছে চার-পাঁচগুণ বেশি দামে। ভাইরাস নিয়ে আতঙ্কে থাকায় সাধারণ মানুষও উপায়ন্তর না দেখে তা কিনছেন।

৫০ পিসের সার্জিক্যাল ওয়ান টাইম মাস্কের যে বক্স বিক্রী হতো ৫০ থেকে ৭০ টাকায় সে বক্সের দাম এখন বাজারে ২০০ থেকে ৩০০ টাকা। চীনা মাস্কের দাম ত্রিশ টাকা থেকে বেড়ে বিক্রী হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এতে মাস্ক কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বাজারে এই সংকট তৈরীর জন্য দায়ী সাধারণ মানুষ। চীন থেকে মাস্কের আমদানি বন্ধ হওয়া মূল কারণ।

অন্যদিকে বাজারে দেশী কাপড়ের তৈরি মাস্ক বিক্রী হচ্ছে ২০ টাকায়, আগে যার দাম ছিল ১০ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply