নিষেধাজ্ঞা এড়াতে দ্বীপ বানিয়ে মদ্যপান!

|

নিউজিল্যান্ডের করোম্যান্ডেল এলাকায় নববর্ষের উৎসবে প্রকাশ্যে মদ খাওয়া নিষিদ্ধ। কেউ এমনটা করলে গ্রেফতার কিংবা আড়াইশ ডলার জরিমানা গুনতে হবে। কিন্তু উৎসবের সময় সবার কি আর এসব আদেশ-নিষেধ মানতে ভালো লাগে! তাই অভিনব এক ব্যবস্থা নিলো একদল মানুষ।
রোববার বিকালে ভাটার সময় করোম্যান্ডেলের টাইরুয়া মোহনায় বালি আর মাটি দিয়ে ছোট্ট একটা দ্বীপ তৈরি করে ফেলে তারা। সেখানে একটা পিকনিক টেবিল আর আইস বক্স আসর জমিয়ে বসে তারা। রাতে মদ খেতে খেতে আর আকাশে আতশবাজীর ঝলক উপভোগের মাধ্যমে উদযাপন করে নববর্ষ।
তাদের কাজকর্ম দেখে স্থানীয়রা অনেকটা মজা করেই বলছেন, নিশ্চয়ই দ্বীপটি আন্তর্জাতিক সমুদ্রের জলসীমায় পড়েছে, যেখানে নিউজিল্যান্ডের আইন বলবৎ নয়। বিষয়টি জানানো হলে, স্থানীয় পুলিশ প্রধান জন কেলি দ্বীপ বানিয়ে মদ খাওয়ার এমন অভিনব উদ্যোগের প্রশংসা করেন। বলেন, আগে জানলে আমি নিজেই হয়তো তাদের সাথে যোগ দিতাম।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply