নওগাঁয় বিদেশ ফেরত ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

|

নওগাঁর আটটি উপজেলায় বিদেশ ফেরত ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।

তিনি জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা ৪৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ১ জন, রানীনগর ২ জন, আত্রাইয়ে ১২ জন, মহাদেবপুরে ২ জন, বদলগাছীতে ৩ জন, ধামইরহাটে ১ জন, নিয়ামতপুরে ২ জন ও সাপাহার উপজেলায় ২১ জন।

তিনি আরো জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। ওই ৪৪ জনকে ঘড়ের বাইরে চলাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply