ভারতে এবার বাতিল হলো অভ্যন্তরীণ ফ্লাইটও

|

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতে এবার বাতিল হলো অভ্যন্তরীণ ফ্লাইটও। এর মাধ্যমে পূর্ণাঙ্গ অবরোধ জারি করা হলো ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে।

সোমবার ভোর থেকে লকডাউন শুরু হয় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাড়ে ৫শ’ জেলায়। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এছাড়া সব রাজ্যের মধ্যে বিচ্ছিন্ন সীমান্ত সংযোগ। কমপক্ষে ৩১ মার্চ পর্যন্ত চলবে এ অচলাবস্থা।

রাজধানী দিল্লি, পাঞ্জাব ও চান্দিগড়ে জারি রয়েছে কারফিউ। প্রতিবেশি দেশটিতে ছোঁয়াচে কোভিড নাইনটিনে এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। গেলো ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও একশ’জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯৯ জন।

বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, এখনই নিয়ন্ত্রণ না করা গেলে ভারতে ভয়াবহ আকারে বাড়তে পারে আক্রান্ত এবং মৃতের সংখ্য। রোববার সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মোদি প্রশাসনের ১৪ ঘণ্টার ‘জনতা কারফিউ’ শেষে লকডাউনে যায় পুরো দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply